খুব খুব মিথ্যে।
"তাকে লাল💃 শাড়িতে সুন্দর লাগে ... খোলা চুলে মায়াবতী লাগে ... চুল বেঁধে রাখলেও সুন্দর লাগে... দিনশেষে ক্লান্ত ঘর্মাক্ত অবস্থায়ও তাকে ভালো লাগে !!
তার ঘুমে ঢুলু ঢুলু চোখ😒 দেখে আমার বড্ড মায়া লাগে ... ঠান্ডা লেগে তার নাকটা যখন টমেটোর😈 মত লাল হয়ে যায়, প্রচন্ড জ্বরে যখন চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে যায়, তখনও তাকে কেন জানি ভালো লাগে !!
নিজের যে ছবিটা তার কাছে সবচেয়ে বিশ্রী👹 লাগে, সেটা দেখেও তাকে আমার অসম্ভব রূপবতী লাগে !!
মিথ্যেমিথ্যি অভিমান করে যখন সে কপালে ভাঁজ ফেলে আমার দিকে তাকায়, আমি সেই কপালের ভাঁজে ভালোলাগা খুঁজে পাই ... তাকে কখনো হাসতে হয় না, তার নির্লিপ্ত মুখটা দেখেই আমার ঠোঁট দুটো মুচকি হাসির😉 ভাষায় মুগ্ধতা প্রকাশ করে প্রতিনিয়ত !!
কপালে টিপ🙉 থাকুক আর নাই বা থাকুক, ঠোঁটে লিপস্টিক💋 থাকুক আর না-ই বা থাকুক, তার পরিপাটি কিংবা এলোমেলো চেহারা কোনটাই আমাকে মুগ্ধ করতে ব্যর্থ হয় না !!
দিনশেষে, চেহারা, গায়ের রং, লিপস্টিক কিংবা চুল - কোনকিছুই আসলে মুখ্য না ... মানুষটাকে রূপবতী লাগতে তার রূপ থাকাটা জরুরি না ... তার রূপটা আবিষ্কার করতে পারার চোখ👀 থাকাটাই জরুরি !!
দিনশেষে শুধু ঐ মানুষটার অস্তিত্বটাই সত্যি ... মানুষটার জন্য প্রতিনিয়ত বুকের ভেতর চুপিসারে অনুভূত হওয়া হৃদস্পন্দনের আওয়াজটুকু সত্যি ... মানুষটার প্রতি মুগ্ধতা প্রকাশের অজানা ভাষাটাই সত্যি ... বাকি সব মিথ্যে ... পুরো পৃথিবীর সমস্ত যুক্তি, সবকিছু মিথ্যে ... খুব খুব মিথ্যে !!
তার ঘুমে ঢুলু ঢুলু চোখ😒 দেখে আমার বড্ড মায়া লাগে ... ঠান্ডা লেগে তার নাকটা যখন টমেটোর😈 মত লাল হয়ে যায়, প্রচন্ড জ্বরে যখন চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে যায়, তখনও তাকে কেন জানি ভালো লাগে !!
নিজের যে ছবিটা তার কাছে সবচেয়ে বিশ্রী👹 লাগে, সেটা দেখেও তাকে আমার অসম্ভব রূপবতী লাগে !!
মিথ্যেমিথ্যি অভিমান করে যখন সে কপালে ভাঁজ ফেলে আমার দিকে তাকায়, আমি সেই কপালের ভাঁজে ভালোলাগা খুঁজে পাই ... তাকে কখনো হাসতে হয় না, তার নির্লিপ্ত মুখটা দেখেই আমার ঠোঁট দুটো মুচকি হাসির😉 ভাষায় মুগ্ধতা প্রকাশ করে প্রতিনিয়ত !!
কপালে টিপ🙉 থাকুক আর নাই বা থাকুক, ঠোঁটে লিপস্টিক💋 থাকুক আর না-ই বা থাকুক, তার পরিপাটি কিংবা এলোমেলো চেহারা কোনটাই আমাকে মুগ্ধ করতে ব্যর্থ হয় না !!
দিনশেষে, চেহারা, গায়ের রং, লিপস্টিক কিংবা চুল - কোনকিছুই আসলে মুখ্য না ... মানুষটাকে রূপবতী লাগতে তার রূপ থাকাটা জরুরি না ... তার রূপটা আবিষ্কার করতে পারার চোখ👀 থাকাটাই জরুরি !!
দিনশেষে শুধু ঐ মানুষটার অস্তিত্বটাই সত্যি ... মানুষটার জন্য প্রতিনিয়ত বুকের ভেতর চুপিসারে অনুভূত হওয়া হৃদস্পন্দনের আওয়াজটুকু সত্যি ... মানুষটার প্রতি মুগ্ধতা প্রকাশের অজানা ভাষাটাই সত্যি ... বাকি সব মিথ্যে ... পুরো পৃথিবীর সমস্ত যুক্তি, সবকিছু মিথ্যে ... খুব খুব মিথ্যে !!
Comments
Post a Comment